অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণ আয়ের উপায় কী?

এর আগের পোস্টে আমরা, অ্যাডসেন্সের সিপিসি নিয়ে ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। সেটা পড়ার পর অনেকেই হয়তো হতাশ হয়েছেন। তবে হতাশ হওয়ার কারণ নেই! অ্যাডসেন্স থেকে হাই সিপিসি পাওয়ার এবং ভালো পরিমাণ আয়ের উপায়ও কিন্তু আছে! উপায় কী সেই বিষয়েই আমাদের আজকের টেকভার্সের পোস্ট। চলুন তাহলে- অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণ আয়ের উপায় কী; জেনে নেওয়া যাক!

অ্যাডসেন্স থেকে ভালো সিপিসি ও ভালো পরিমাণ আয়ের উপায় কী?

নিশ সিলেকশন

অ্যাডসেন্স থেকে ভালো সিপিসি ও ভালো পরিমাণ আয়ের প্রথম উপায় হলো- নির্দিষ্ট হাই সিপিসি নিশ নিয়ে কাজ করা। কয়েকটি পপুলার হাই সিপিসি নিশ হলো- টেক, হেলথ, এডুকেশন, সফটওয়্যার, অনলাইন কোর্স, অনলাইন টুলস, ফিন্যান্স ও লোন, ল, ইত্যাদি। আপনাকে এই ধরনের হাই সিপিসির নিশে কাজ করতে হবে! এসব নিশের অ্যাভারেজ ইনকাম বেশ ভালো হয়।

এসইও ও অ্যাড অপ্টিমাইজেশন

আপনাকে সাইটের প্রপার এসইও করে যত বেশি সম্ভব অর্গানিক ট্রাফিক আনতে হবে! ট্রাফিক আনতে পারলে আপনার অ্যাভারেজ ইনকাম বাড়তে থাকবে! অ্যাডসেন্স সাইট থেকে ইনকাম করার প্রধান শর্তই হলো হাই ট্রাফিক! ট্রাফিক না থাকলে আপনি যতই হাই সিপিসি নিশ নিয়ে কাজ করুন না কেন, ইনকাম হবে না!

আবার শুধু ট্রাফিক আনলেই হবে না! সাইটে আসা ট্রাফিককে রেভেনিউ জেনেরেটিং অডিয়েন্সে কনভার্ট করতে হবে! এর জন্য আপনার সাইটের অ্যাডগুলো ভালোমতো সাজানো বা অপটিমাইজ থাকতে হবে! রেভেনিউ বাড়াতে আপনি অটো অ্যাড অন করে রাখতে পারেন, এ ছাড়া অ্যাডসেন্সের সাজেশন অনুযায়ী অ্যাড প্লেস করতে পারেন! আর্টিকেলের ক্ষেত্রে প্রতি ২০০ শব্দ পর পর কিংবা প্রতি ৩টি প্যারাগ্রাফ পর পর ইন আর্টিকেল অ্যাড বসাতে পারেন। বেস্ট প্লেসে বেস্ট অ্যাড কোড বসানোটা আপনার ইনকাম কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। মাঝে মাঝে অ্যাড কোড নিয়ে এক্সপেরিমেন্ট করুন।

ইংরেজি ভাষা ও ফরেন ট্রাফিক

অ্যাডসেন্সের জন্য লোকাল ভাষার চেয়ে ইংরেজিতে ব্লগিং করা বেশি বুদ্ধিমানের কাজ! কারণ ইংরেজিতে ব্লগিং করে আপনি এসইও করে ফরেন ট্রাফিক গেইন করতে পারলে, অনেকগুন বেশি আয় করতে পারবেন! কারণ, সেম অ্যাডের বাংলাদেশি ক্লিকের জন্য সিপিসি ৫ সেন্ট হলে, আমেরিকান ক্লিকের জন্য সেই অ্যাডের সিপিসি ১-২ ডলার হয়।

সো, বুঝতেই পারছেন যত বেশি ফরেন [ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইত্যাদি] ট্রাফিক আনতে পারবেন তাতেই লাভ! ফরেন ট্রাফিকে আপনি সিপিসি ৫০০ – ১০০০ ডলার না পেলেও, ৫-৫০ ডলার ইজিলি পাবেন, এবং ডিসপ্লে অ্যাডেই! অনেক কোম্পানিই আছে, তারা আবার শুধু সার্চ অ্যাড দেয় না, তারা অটো ফরমেট দেয় অ্যাডে, ফলে গুগল যখন যেখানে যেভাবে মন চায় অ্যাড ফরমেট দেখায়! এ ধরনের অ্যাড এ সার্চ / ডিসপ্লে তে সিপিসি সেমই হয়! এ ধরনের অ্যাড থেকে আপনি ভালোই রেভেনিউ পাবেন!

শেষ কথা

আমি ফরেন ট্রাফিকের ব্লগ সাইটে হায়েস্ট ৫৭ ডলার পর্যন্ত সিপিসি দেখেছি! আর সাইট পুরোনো হলে আপনার অথোরিটি বাড়বে, এসইও স্ট্রং হবে, ট্রাফিকও বাড়বে! আর ট্রাফিক বাড়লে ইনকামও বাড়বে, এটা স্বাভাবিক বিষয়!

তো, আশা করি সবকিছু বুঝতে পেরেছেন সবাই! সিপিসির দিকে না তাকিয়ে, আপনি যে কাজ ভালো পারেন, সেটা নিয়েই ব্লগিং শুরু করাটা বুদ্ধিমানের কাজ! শেষ কথা হলো- কন্টেন্ট ইজ দ্য কিং ইন ব্লগিং!

প্রিয় পাঠক, আশা করি— অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণ আয়ের উপায় কী; বুঝতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো কিছু না বুঝলে কিংবা আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। এই ধরনের আরও তথ্যবহুল পোস্ট পড়তে টেকভার্সে চোখ রাখুন।

Share This:

Leave a Reply:

Scroll to Top