প্রশ্নোত্তর ওয়েবসাইট বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে গুগল এডসেন্স এর জন্য। বর্তমানে ব্লগ ওয়েবসাইটের তুলনায় প্রশ্নোত্তর ওয়েবসাইটে গুগল এডসেন্স বেশি এপ্রুভাল পাচ্ছে। তবে এখনো অনেকে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে পারেন। আজকের আর্টিকেল টি তাদের জন্যই।
আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা খুব সহজেই ফুল প্রফেশনাল প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি
দুটি সহজ পদ্ধতিতে আপনারা খুব সহজেই প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। উভয় পদ্ধতিতে আপনার হোস্টিং ব্যবহার করতে হবে।
- ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে।
- Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে।
ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি
ওয়ার্ডপ্রেস ইন্সটল সম্পর্কে আমরা সবাই জানি তাই আমি আর ওয়ার্ডপ্রেস ইন্সটল সম্পর্কে কথা বললাম না। ওয়ার্ডপ্রেস এর যে থিম টি ব্যবহার করে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেটি একটি প্রিমিয়াম থিম। থিমটির নাম Discy, থিমটি থিমফরেস্টে এভেইলেবল। থিমটি ডাউনলোড এবং আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন।
- এবার Appearance থেকে থিমে ক্লিক করবেন।
- এবার আপলোড থিমে ক্লিক করবেন।
- এখন আপনার ডাউনলোড করা জিপ ফাইলটি সেলেক্ট করে আপলোড এ ক্লিক করবেন।
- আপলোড হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করবেন।
এক্টিভে ক্লিক করলেই আপনার প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। যাদের এই প্রিমিয়াম থিম টি কেনার সামর্থ নেই তাদের জন্য ২য় পদ্ধতিটি।
Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি
Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি একটি জনপ্রিয় পদ্ধতি। প্রশ্নোত্তর ওয়েবসাইটের মধ্যে ৯০ ভাগ ওয়েবসাইট Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা হয়। Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। আপনাদের সুবিধার জন্য আমি একটা সাবডোমেইনে স্ক্রিন শট সহ প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করে দেখাবো।
প্রথমে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিবো। যারা মেইন ডোমেইনে করতে চাচ্ছেন তাদের সাবডোমেইন এর কোন প্রয়োজনীয়তা নেই। সাবডোমেইন তৈরি করতে প্রথমে আপনার cPanel থেকে সাবডোমেইনে ক্লিক করবেন। এবার আপনার সাবডোমেইন দিয়ে ক্রিয়েট এ ক্লিক করবেন।
সাবডোমেইন বা মেইন ডোমেইনে হোস্টিং পার্ক হয়ে গেলে Softaculous Apps Installer লিখে সার্চ করবেন এবং Softaculous Apps Installer এ প্রবেশ করবেন। এবার সার্চ বারে Question2Answer লিখে সার্চ করবেন এবং মার্ক করা Question2Answer এ ক্লিক করবেন।
এখন ইন্সটল নাউ তে ক্লিক করে আপানর ডোমেইন টি সেলেক্ট করে ওয়ার্ডপ্রেস এর মত ইউজার নেম, পাসওয়ার্ড এবং আপনার ই মেইল এড্রেস দিয়ে কুইক ইন্সটলে ক্লিক করবেন। কুইক ইন্সটলে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে Question2Answer স্ক্রিপ্ট ইন্সটল হয়ে যাবে।
ব্যাস কাজ শেষ, আপনার প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এভাবে আপানারা খুব সহজেই ১০ মিনিটের মধ্যেই ফুল প্রফেশনাল প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
প্রশ্নোত্তর ওয়েবসাইটে সার্চ কনসোল এড করবেন যেভাবে?
প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য গুগল সার্চ কনসোল আতীব জরুরী। সার্চ কনসোল ছাড়া আপনার ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স হবে না, এবং আপনি গুগল এডসেন্স এর এড ব্যবহার করতে পারবেন না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইট কিট প্লাগিন বা থিম হেডারে সার্চ কনসোল কোড এবং ব্লগার ওয়েবসাইটের থিম হেডারে সার্চ কনসোল কোড ব্যবহার করে খুব সহজেই ওয়েবসাইট সার্চ কনসোলে এড করা যায়। Question2Answer স্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা প্রশ্নোত্তর ওয়েবসাইট সার্চ কনসোলে এড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথমে গুগল সার্চ কনসোলে প্রোপার্টি এড করবেন।
- এবার HTML ট্যাগ এ ক্লিক করে কোড টি কপি করে নিবেন।
- এখন প্রশ্নোত্তর ওয়েবসাইটে প্রবেশ করে এডমিন লগিন না থাকলে এডমিন লগিন করে নিবেন। এডমিন লগিন হয়ে গেলে এডমিনে ক্লিক করবেন।
- এবার সাবমেনু থেকে লে-আউটে ক্লিক করবেন।
- এখন Custom HTML in <head> section of every page এ টিক মার্ক দিয়ে পূর্বের কপি করা কোড টি পেস্ট করবেন।
- এবার সবার নিচে থাকা সেভ অপশনে ক্লিক করে সার্চ কনসোলে ফিরে আসবেন এবং HTML ট্যাগ এর ভেরিফাই এ ক্লিক করবেন।
ভেরিফাই এ ক্লিক করলেই Question2Answer স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আপনার প্রশ্নোত্তর ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলে এড হয়ে যাবে।
প্রশ্নোত্তর ওয়েবসাইটের সার্চ কনসোলে সাইটম্যাপ এড করবেন যেভাবে?
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন এসইও প্লাগিন এর মাধ্যমে এবং ব্লগারে খুব সহজেই সাইটম্যাপ জেনারেট করা গেলেও প্রশ্নোত্তর ওয়েবসাইটে খুব সহজেই সাইটম্যাপ জেনারেট করা যায় না। প্রশ্নোত্তর ওয়েবসাইটের সাইটম্যাপ জেনারেট করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।/
- প্রথমে প্রশ্নোত্তর ওয়েবসাইটের এডমিনে ক্লিক করে ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন।
- এবার সাবমেনু থেকে প্লাগিন এ ক্লিক করবেন।
- এবার XML Sitemap প্লাগিন টা এনাবল করে দিবেন।
- XML Sitemap প্লাগিন এনাবল করার পর সার্চ কনসোল থেকে সাইটম্যাপে ক্লিক করবেন।
- এখন ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর মতই sitemap.xml দিয়ে সাবমিট এ ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করলে আপনার সার্চ কনসোলে সাইট ম্যাপ এড হয়ে যাবে।
প্রশ্নোত্তর ওয়েবসাইটের ভাষা বাংলা করবেন যেভাবে?
ব্লগার বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাইট ল্যাঙ্গুয়েজ বাংলা সেলেক্ট করার মাধ্যমে ওয়েবসাইটের ভাষা বাংলা করা যায়। প্রশ্নোত্তর ওয়েবসাইটে এই অপশন না থাকায় ল্যাঙ্গুয়েজ ফাইল আপলোড করার মাধ্যমে ভাষা বাংলা করা যাবে।
প্রথমে এখানে ক্লিক করে বাংলা ল্যাঙ্গুয়েজ ফাইলটি ডাউনলোড করে নিবেন। এবার আপনার সিপ্যানেলে লগিন করে ফাইল ম্যানেজার এ ক্লিক করবেন।
এবার পাব্লিক এইচটিএম থেকে qa-lang ফাইলে প্রবেশ করবেন।
এখন আপলোড এ ক্লিক করে উপরে ডাউনোড করা ল্যাঙ্গুয়েজ ফাইল টি আপলোড করে এক্সট্রাক্ট এ ক্লিক করবেন।
বাংলা ফাইল আপলোড এবং এক্সট্রাক্ট করার পরে আপনার ওয়েবাইটে ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এবার জেনারেল থেকে সাইট ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিয়ে সেভ চেঞ্জ এ ক্লিক করবেন।
ব্যাস কাজ শেষ, এভাবে আপনারা খুব সহজেই Question2Answer স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আপনার প্রশ্নোত্তর ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ বাংলা করতে পারবেন।
প্রশ্নোত্তর ওয়েবসাইটের সোলায়মানলিপি ফন্ট ব্যবহার করবেন যেভাবে?
সিপ্যানেল থেকে সিএসস এডিট করে খুব সহজেই প্রশ্নোত্তর ওয়েবসাইটের ফন্ট পরিবর্তন করা যাবে। প্রশ্নোত্তর ওয়েবসাইটে সোলায়মানলিপি ফন্ট ইন্সটল করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- প্রথেমে সিপ্যানেলে লগিন করে ফাইল ম্যানেজার এ ক্লিক করবেন।
- এবার পাব্লিক এইচটিএমএল এ ক্লিক করবেন।
- এখন qa-theme এ ক্লিক করবেন।
- এবার আপনি যে থিমটি ব্যবহার করছেন ঐ থিমে ক্লিক করবেন।
- এখন qa-style.css এ রাইট ক্লিক করে এডিট এ ক্লিক করবেন।
- এবার @import url(‘https://fonts.maateen.me/solaiman-lipi/font.css’); দিয়ে আগের ইউয়ারএল রিপ্লেস করে দিবেন।
- রিপ্লেস করার পর পূর্বের ফন্ট ফ্যামিলি “SolaimanLipi” দিয়ে রিপ্লেস করে দিবেন।
সবগুলো ফন্ট ফ্যামিলি রিপ্লেস করার পর সেভ এ ক্লিক করলেই আপনার ওয়েবসাইটের ফন্ট সোলায়মানলিপি হয়ে যাবে।
প্রশ্নোত্তর ওয়েবসাইট নিয়ে কিছু কমন প্রশ্নোত্তর
🔰🔰 প্রশ্নোত্তর ওয়েবসাইটে কতটি প্রশ্নের পর সাইট এডসেন্স উপযোগী হয়?
উত্তরঃ কোয়ালিটি সম্পন্ন ৭০০ প্রশ্নোত্তর এর পর সাইট এডসেন্স উপযোগী হয়। তবে ১০০০ প্রশ্নোত্তর এর পর এপ্লাই করলে খুব সহজেই এপ্রুভাল পাবেন।
🔰🔰 প্রশ্নোত্তর ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্সিং এর সহজ সমাধান কি?
উত্তরঃ প্রশ্নোত্তর ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্সিং এর সহজ সমাধান গুগল নিউজ। গুগল নিউজ এপ্রুভাল থাকলে খুব অল্প সময়েই আপনার সকল প্রশ্নোত্তর ইন্ডেক্স হয়ে যাবে। এরপর ও ইন্ডেক্স না হলে গুগল নিউজ থেকে ফিড আপডেট করবেন।
🔰🔰 প্রশ্নোত্তর ওয়েবসাইট থকে কি আর্ণ করা যায়?
উত্তরঃ প্রশ্নোত্তর ওয়েবসাইটে যেহুতু এডসেন্স এপ্রুভাল পাওয়া যায় সেহুতু প্রশ্নোত্তর ওয়েবসাইট থেকে আর্ণ করা যায়। এছাড়াও ব্যাকলিংক সেল করার মাধ্যমেও আর্ণ করতে পারবেন।
শেষকথা,
প্রশ্নোত্তর ওয়েবসাইট নিয়ে লেখার মত আরও অনেক টপিক রয়েছে, তবে আর্টিকেল অনেক বড় হয়ে যাচ্ছে তাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় গুলো সম্পর্কে আলোচনা করলাম। আশাকরি প্রশ্নোত্তর ওয়েবসাইট তৈরি – A টু Z ফুল গাইডলাইন নিয়ে লেখা আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। কোথাও বুঝতে কোন সমস্যা হলে বা করতে না পারলে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর্টিকেল টি ভালো লাগলে অবশ্যই সোসাল মিডিয়া ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।