ইমেইল সাবক্রিপশন ফর্ম ওয়েবসাইটে অ্যাড করবেন যেভাবে?

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকভার্স এর আজকের আর্টিকেলে আমরা ইমেইল সাবস্ক্রিপশন সম্পর্কে আলোচনা করব। আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাব, কীভাবে আপনারা খুব সহজেই আপনার ওয়েবসাইটে ইমেইল সাবক্রিপশন ফর্ম অ্যাড করতে পারবেন, সেটা ব্লগার ওয়েবসাইট হোক বা ওয়ার্ডপ্রেস। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ইমেইল সাবক্রিপশন

ইমেইল সাবস্ক্রিপশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সাবস্ক্রিপশন ফর্ম ব্যবহার করে ওয়েবসাইটের ভিজিটরদের ইমেইল কালেক্ট করা যায়। ইমেইল মার্কেটিং এর কোর পার্ট হচ্ছে ইমেইল সাবস্ক্রিপশন।

ওয়েবসাইটে ইমেইল সাবস্ক্রিপশন তৈরি করবেন যেভাবে?

ওয়েবসাইটের জন্য ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করার জন্য আমারা Mailchimp ব্যবহার করবো। মেইলচিম্প একটি ইন্টারনেট মার্কেটিং প্লাটফর্ম। মেইলচিম্প থেকে সাবস্ক্রাইবার দের ম্যানেজ ও তাদের মেইল পাঠানো যাবে। খুব সহজে ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করতে নিচের পদ্ধতি অনুসরন করুন।

  • প্রথমে এখানে ক্লিক করে মেইলচিম্প ওয়েবসাইটে প্রবেশ করবেন।
  • মেইলচিপে আপনার একাউন্ট আগে থেকে করা থাকলে লগিন এ ক্লিক করবেন, এবং একাউন্ট না থাকলে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন।
  • এবার আপনার ইমেইল এড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করবেন।
  • এখন মেইল ভেরিফাই করবেন।
  • এবার আপনার প্রয়োজনীয় তথ্য এবং ব্যবসার বর্ণনা দিয়ে কন্টিনিট এ ক্লিক করবেন।
  • মেইলচিপে লগিন হয়ে গেলে মেনুবার থেকে ক্রিয়েট এ ক্লিক করবেন।
  • এবার Embedded Form এ ক্লিক করে  Begin এ ক্লিক করবেন।
  • এখন আপনি যেগুলো রাখতে চান সেগুলা সেলেক্ট করে নিচে থাকা জেনারেট কোড এ ক্লিক করবেন এবং কোড টা কপি করে নিবেন।

ব্যস, আপনার ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম তৈরি করা শেষ। এখন এই ফর্ম টি আপনার ওয়েবসাইটে এড করতে হবে।

⏩ আরও পড়ুন: কীভাবে কমদামে ডোমেইন কিনবেন?

ব্লগার ওয়েবসাইটে ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম অ্যাড করবেন যেভাবে?

  • প্রথমে ব্লগার ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন।
  • এবার লে-আউট এ ক্লিক করবেন।
  • লে-আউট এ ক্লিক করার পর সাইট বারে থাকা Add a Gadget এ ক্লিক করবেন।
  • এবার HTML/Java Script ক্লিক করে কপি করা কোড টি পেস্ট করে সেভ এ ক্লিক করবেন।

সেভ এ ক্লিক করলেই আপনার ওয়েবসাইটের সাইটবারে ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম অ্যাড হয়ে যাবে।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম অ্যাড করবেন যেভাবে?

  • প্রথমে ওয়ার্ডপ্রস এডমিন এ লগিন করবেন।
  • এবার ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন।
  • এখন এপিয়ারেন্স থেকে উইজেড এ ক্লিক কিরবেন।
  • এবার সাইটবার উইজেড এ Text/HTML ড্রাগ করে নিবেন এবং আপনার কপি করা কোড টি পেস্ট করে সেভ এ ক্লিক করবেন।

সেভ এ ক্লিক করলেই আপনার ওয়েবসাইটের সাইটবারে ইমেইল সাবস্ক্রিপশন ফর্ম অ্যাড হয়ে যাবে।

⏩ আরও পড়ুন: ফেসবুক থেকে রিয়েকশন হাইড করবেন যেভাবে?

শেষকথা,

ইমেইল সাবক্রিপশন ফর্ম ওয়েবসাইট থেকে ইমেইল কালেক্ট করার জন্য বেশ কার্যকারী। আশাকরি আপনারা এখন সবাই খুব সহজেই এখন ইমেইল সাবক্রিপশন ফর্ম ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এরপরও কারও বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top