এক্সপায়ার ডোমেইন কী? এক্সপায়ার ডোমেইনের সুবিধা!

আমরা যারা ব্লগিং করি সকলেই ডোমেইন শব্দের সাথে সুপরিচিত। একটি ওয়েবসাইট তৈরীর প্রথম ধাপেই হচ্ছে ডোমেইন এবং এর পরবর্তী ধাপে হোস্টিং। বর্তমানে দেশে অনেক ধরনের প্রোভাইডার রয়েছে যাদের কাছ থেকে আমরা খুব সহজেই ডোমেইন কিনতে পারি।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। টেকভার্সের আজকের আর্টিকেলে আপনাদের সাথেই এক্সপায়ার্ড ডোমেইন সম্পর্কে আলোচনা করব। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

এক্সপায়ার ডোমেইন কী?

এক্সপায়ার ডোমাইন হচ্ছে সেই সকল ডোমেইন যে ডোমেইনগুলো ব্যবহার করার পর আর রিনিউ করা হয় না। সহজ ভাষায় বলতে গেলে ধরেন আপনি একটি ডোমেইন কিনেছেন এক বছরের জন্য কিন্তু এক বছর পর ডোমেইনটি আরে রিনিউ করলেন না। এক্ষেত্রে আপনি যে প্রোভাইডারের কাছে ডোমেইন টি কিনেছেন উনি আপনাকে কিছুদিন সময় দিয়ে ডোমেইনটি এক্সপায়ার করে দেবে। এবং কিছুদিন পর পুনরায় ডোমেইনটি বিক্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। এমন ডোমেইন গুলোকে বলা হয় এক্সপায়ার ডোমেইন।

এক্সপায়ার ডোমেইনের সুবিধা কী?

এসইও শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ ভাষায় বলতে গেলে গুগোল এ আপনার পোস্ট রেংক করানোর জন্য এসইও এর বিকল্প নেই। আর এই এসইওতে সবচেয়ে বড় ভূমিকা রাখে ডোমেইন অথরিটি এবং ব্যাকলিংকস।

এক্সপায়ার ডোমেইন গুলো যেহেতু পূর্বে ব্যবহার করা হয় তাই সেখানে আগে থেকেই কিছু ব্যাকলিংক থেকে যায় এবং এর পাশাপাশি ডোমেন অথরিটি ও ভালো থাকে। যার ফলে এক্সপায়ার ডোমেইনের পোস্টগুলো সহজে গুগলে রেংক করে।

এক্সপায়ার ডোমেইন এর ডোমেইন অথরিটি আর ব্যাকলিংক এর কারণে খুব সহজেই ওয়েবসাইটে হাজার-হাজার ট্রাফিক নেয়া যাবে।

এক্সপায়ার ডোমেইন কীভাবে খুজে পাবেন?

এক্সপায়ার ডোমেইন খোজার নানা ধরনের পদ্ধতি রয়েছে। তবে ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে খু্ব সহজেই এক্সপায়ার ডোমেইন খুজে বের করা যাবে।

ক্রোমের এক্সটেনশন টির নাম Check My Links. এই এক্সটেনশন টির মাধ্যমে এক্টিভ লিংক ও ব্রোকেন লিংক খুব সহজেই আলাদা করা যায়। আর ব্রোকেন লিংক এর অধিকাংশ গুলোই এক্সপায়ার ডোমেইন।

আশাকরি এক্সপায়ার ডোমেইন নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভাল লেগেছে। ডোমেইন কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডোমেইন খুঁজে দেখবেন। আমাদের আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top