বর্তমান সময়ে ৬০ ভাগ এর ও অধিক মানুষ তাদের দিনের বেশির ভাগ সময় বিভিন্ন ধরণের সোসাল মিডিয়াতে কাটায়। এর মধ্যে ৫৭.৬ ভাগ লোক দিনে গড়ে ৩ ঘন্টা করে সোসাল মিডিয়া ব্যবহার করে। স্যোসাল মিডিয়া গুলোর মধ্যে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা সবচেয়ে বেশি।
সোসাল মিডিয়ার এই যুগে ওয়েবসাইটের অধিকাংশ ট্রাফিক সোসাল শেয়ার থেকে আসে, এর সব চেয়ে বড় উদাহারণ নিউজ ওয়েবসাইট। নিউজ ওয়েবসাইটের প্রায় সব ট্রাফিক আসে সোসাল মিডিয়া শেয়ার থেকে।
তবে ওয়েবসাইটে পোস্ট করে শেয়ার সোসাল মিডিয়ায় শেয়ার করতে অনেক সময় বিরক্তি চলে আসে। তাই টেকভার্স এর আজকের আর্টিকেলটি অটোমেটিক ভাবে ফেসবুকে পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের দেখাব কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক ভাবে ফেসবুকে পোস্ট করবেন। কথা না বাডিয়ে তাহলে চলুন শুরু করি।
ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক ভাবে ফেসবুকে পোস্ট
ওয়ার্ডপ্রস এর একটি প্লাগিন ব্যবহার করে আপনারা খুব সহজেই এই কাজ টি করতে পারবেন। প্লাগিনটির নাম Uncanny Automator, এটি একটি ফ্রি প্লাগিন। এই প্লাগিন ব্যবহার করে অটোমেটিক ভাবে ফেসবুক পোস্ট চালু করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
প্রথমে ওয়ার্ডপ্রস এডমিন এ লগিন করবেন। এবার প্লগিন থেকে এড নিউ এ ক্লিক করবেন।
এবার Uncanny Automator প্লাগিন টি সার্চ করে ইন্সটল করবেন, এবং ইন্সটল হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করবেন।
প্লাগিন টি ইন্সটল হয়ে গেলে মেনু বারে অটোমেটর নামে নতুন অপশন দেখা যাবে। এবার অটোমেটর এর ড্যাশবোর্ড এ ক্লিক করে কানেক্ট ইউওর সাইটে ক্লিক করবেন।
এখন কানেক্ট ইউওর ফ্রি একাউন্টে ক্লিক করে আপনার আগে একাউন্ট করা থাকলে লগিন এ ক্লিক করবেন এবং আগের একাউন্ট না থাকলে আপনার নাম, ইমেইল, ও পাসওয়ার্ড দিয়ে সাইন আপ এ ক্লিক করবেন। সাইন আপ হয়ে গেলে ফেসবুক ভেরিফাই ও আপনারা কাঙ্ক্ষিত পেজ সেলেক্ট করে রিটার্ন টু ড্যাশবোর্ড এ ক্লিক করবেন।
এবার অটোমেটর এর ড্যাশবোর্ড থেকে Add New এ ক্লিক করবেন এবং Select a recipe type থেকে Logged-in users সেলেক্ট করে Confirm এ ক্লিক করবেন। এবার একটা টাইটেল দিয়ে ওয়ার্ডপ্রেস আইকননে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করার পর A user publishes a type of post with a taxonomy term in a taxonomy তে ক্লিক করে সেভ এ ক্লিক করবেন।
এখন নিচে থাকা Add Action এ ক্লিক করে ফেসবুক সেলেক্ট করে পাবলিশ টু এ পেজ এ ক্লিক করবেন। এরপর ডেমো ক্যাপশন দিয়ে সেভ এ ক্লিক করবেন। আপনারা চাইলে ডান পাশের স্টার আইকনে ক্লিক করে পোস্ট টাইটেল ও পোস্ট ইউআরএল ইন্ট্রিগেশন ও চালু করতে পারেন।
একশন লাইভ হয়ে গেলে ডান সাইটবার এর ড্রাফট থেকে লাইভ করে দিবেন। লাইভ করলেই কাজ শেষ। এখন আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোন পোস্ট করলেই সাথে সাথে সেটা আপনার ফেসবুক পেজে শেয়ার হয়ে যাবে।
শেষকথা,
ওয়ার্ডপ্রেস থেকে অটোমেটিক ভাবে ফেসবুকে পোস্ট আপনার কাজকে অনেকটা সহজ করে দিবে এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক ও আর্নিং বাড়াতে সহায়তা করবে। আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লাগেছে। ভালো লাগলে স্যোশাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।