ওয়ার্ডপ্রেস পরিচিতি পর্ব: ০২

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস পরিচিতি এর ধারাবাহিকতায় গত পর্বে আমি ওয়ার্ডপ্রেস ইন্সটল, থিম ইন্সটল, প্লাগিন ইন্সটল সহ কিছু বহুল ব্যবহৃত প্লাগিন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করে ছিলাম। টেকভার্স এর আজকের আর্টিকেলে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ওয়ার্ডপ্রেস পোস্ট কি?

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে পোস্ট এ প্রবেশ করলে চারটি অপশন দেখা যায়। এক অল পোস্টস, দুই এড নিউ, তিন ক্যাটাগরি, চার ট্যাগ। চলুন এই চার টি অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।

অল পোস্টস: অল পোস্টস এ আপনি আপনার পাবলিশ, ড্রাফট, স্প্যাম সহ সকল ধরনের পোস্ট দেখতে পারবেন। কোন পোস্ট কত তারিখে পাবলিশ হইছে, কোন পোস্ট এর ক্যাটাগরি কি? কোন টা তে কি ট্যাগ ব্যবহার করা হয়েছে? কোন টার ওন পেজ এসইও কেম্ন হয়েছে তা এক স্ক্রিনেই দেখতে পারবেন।

এড নিউ: এড নিউ অপশন টি শুধু মাত্র নতুন পোস্ট করার জন্য। নতুন পোস্ট করতে চাইলে পোস্ট থেকে এড নিউ এ ক্লিক করতে হবে বা উপরে সাব মেনুতে থাকে +নিউ এ ক্লিক করে পোস্ট এ ক্লিক করতে হবে।

ক্যাটাগরি: আপনারা সললেই জানেন বিভিন্ন পোস্ট বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। পোস্ট করার আগে ক্যাটাগরি এড করে রাখলে পোস্ট করার সময় শুধুমাত্র সেলেক্ট করে দিলেই হয়। এখান থেকে আপনি ক্যাটাগরি এড, ডিলিট বা মডিফাই করতে পারবেন। এছাড়াও ক্যাটাগরির কালার সহ এসইও অ করতে পারবেন।

ট্যাগ: ট্যাগ থেকে আপনি আপনার ব্যবহার করা ট্যাগ গুলো দেখতে পারবেন। এছাড়াও ট্যাগ এড, ডিলিট সহ মডিফাই ও করতে পারবেন।

মিডিয়া

ওয়ার্ডপ্রস ড্যাশবোর্ড থেকে মিডিয়াতে গেলে ২ টি অপশন দেখা যায়। এক লাইব্রেরি, দুই এড নিউ। চলুন এই দুটা সম্পর্কে কিছুটা আলোচনা করি।

লাইব্রেরি: লাইব্রেরি তে আপনি আপনার আপলোড করা সকল মিডিয়া ফাইল গুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে কোন মিডিয়া ফাইল ডিলেট করতে পারবেন। এছাডাও বাল্ক সেলেকশন এর মাধ্যমে আপনি চাইলে একসাথে সকল মিডিয়া ফাইল ও ডিলেট করতে পারবেন।

এড নিউ: নতুন কোন মিডিয়া ফাইল আপলোড করতে চাইলে এড নিউ এ ক্লিক করে আপলোড করা যাবে। এছাড়াও উপরে সাব মেনুতে থাকে +নিউ এ ক্লিক করে মিডিয়াতে ক্লিক করেও মিডিয়া ফাইল আপলোড করা যাবে।

কমেন্ট

এখানে আপনার ওয়েবসাইটের এপ্রুভ, স্প্যাম, ট্রাশ সহ সকল ধরণের কমেন্ট ও কমেন্টের আইপি এড্রেস দেখতে পারবেন। এছাড়া আপনি যে কোন কমেন্ট মডিফাই বা ইডিট ও করতে পারবেন এবং এখান থেকে কমেন্টের রিপ্লে ও করতে পারবেন।

Share This:

Leave a Reply:

Scroll to Top