আমাদের মধ্যে অনেকেই ব্লগিং শুরু করার জন্য প্রিমিয়াম ডোমেইন কিনতে চাই! কিন্তু শুরুতে আমাদের বাজেট কম থাকে এবং কোথা থেকে কমদামে ভালো ডোমেইন পাওয়া যাবে সে বিষয়ে সন্দিহান থাকি। অনেকে দেখা যায়, বেশি চিপ প্রাইসে আলতু ফালতু কোম্পানি থেকে ডোমেইন কিনে ধরা খেয়ে বসে থাকে! আজকের পোস্টটি মূলত নতুনদের জন্যই! এই পোস্টে আমরা- কীভাবে কমদামে ডোমেইন কিনবেন; সে বিষয়ে বিস্তারিত জানব! চলুন শুরু করা যাক।
কীভাবে কমদামে ডোমেইন কিনবেন?
কমদামে ডোমেইন কেনার জন্য আপনাকে অফার খুঁজতে হবে! ফেসবুকে দেখা যায় ডোমেইন হোস্টিং অফার নিয়ে অনেক ভুল তথ্য পাব্লিশ হয়! তাই সবার মিসকন্সেপশন দূর করার জন্য খুব সংক্ষেপে লেখার চেষ্টা করলাম।
যারা শুধু ডোমেইন কিনতে আগ্রহী; তারা রিয়েল প্রাইস চেক করার জন্য https://tld-list.com/ এই সাইটটি ব্যবহার করতে পারেন! এই সাইটে গেলে দুনিয়ার সকল ইন্টারন্যাশনাল রেজিস্টার কোম্পানিতে সকল ডোমেইন এক্সটেনশনের কারেন্ট রেজিস্ট্রেশন প্রাইস, রিনিউ প্রাইস আর ট্রান্সফার প্রাইস পেয়ে যাবেন! কোন এক্সটেনশন কোনসাইটে সবচেয়ে কম দামে দিচ্ছে চেক করতে পারবেন! তবে আপনি যদি ১ বছরের বেশি সময়ের জন্য ডোমেইন কিনেন, তাহলে অবশ্যই রিনিউ প্রাইস চেক করবেন! কারণটা একটু পর ব্যাখ্যা করব!
তার আগে জেনে নিই, বর্তমানে সবচেয়ে চিপেস্ট প্রাইসে ডটকম ডোমেইন দিচ্ছে স্যাভ [SAV.com] কোম্পানি! চিপেস্ট রিনিউ প্রাইসও ওদের! স্যাভ খুবই পপুলার ডোমেইন রেজিস্টার কোম্পানি, তবে ওদের সাপোর্ট আমার ভালো লাগে না! ওদের সাইটে শুরুতে সিস্টেম না বুঝায় অকশন চালু হয়ে আমার একটা পটেনশিয়াল ডোমেইন মাত্র ১ ডলারে সেল হয়ে গিয়েছিল! তারপরও রেজিস্ট্রেশন + রিনিউ প্রাইস কম; অসংখ্য ধরনের এক্সটেনশন এভেইলেবল হওয়ায় স্যাভ থেকে আমি এখনো নিজের জন্য ডোমেইন কিনি!
আমার পছন্দের আরেকটা ইন্টারন্যাশনাল কোম্পানি হলো পর্কবুন [Porkbun.com]. পর্কবুনও নানা সময়ে নানা ধরনের অফার দেয়! জনপ্রিয়তা বিবেচনা করলে পর্কবুনকে ওপরে রাখতে হবে! আর দুনিয়ার কোনো এক্সটেনশন বাকি নাই, যেটা পর্কবুনে নাই! তবে স্যাভ আর পর্কবুন থেকে ডোমেইন কিনতে আপনার মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড অথবা পেপাল লাগবে! পর্কবুন ব্যাংক ট্রান্সফার আর ক্রিপ্টোকারেন্সিও সাপোর্ট করে! ২টা কোম্পানিতেই আমার ৫+ করে ডোমেইন আছে!
কার্ড/পেপাল ছাড়া কীভাবে দেশি কোম্পানি থেকে কমদামে ডোমেইন কিনবেন?
আপনাদের কার্ড কিংবা ডলার লেনদেনের কোনো মাধ্যম না থাকলে বাংলাদেশি ইবিএনহোস্ট থেকে বিকাশ / রকেট দিয়ে মাত্র ৭০০ টাকায় ডট কম ডোমেইন কিনতে পারেন! বাংলাদেশের পপুলার কোম্পানিগুলোর মধ্যে এরাই সবচেয়ে চিপ রেটে ডোমেইন দেয়! এ ছাড়া এক্সনহোস্ট কিংবা ডায়না হোস্ট থেকে কিনতে পারেন! এই তিনটা কোম্পানিই আপনাকে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল দেবে!
ফেসবুকে অনেক বাংলাদেশি কোম্পানির অ্যাড দেখবেন, ৩০০-৫০০ টাকায় ডট কম ডোমেইন; এরা ফ্রড! আপনাকে ফুল ডোমেইন কন্ট্রোল প্যানেল দেবে না, কারণ এরা বিভিন্ন বিদেশি কোম্পানির অফারকে অ্যাবিউজ করে ফেইক ডাটা দিয়ে কমদামে এসব ডোমেইন নিয়ে দেয়! এক্সেস খুঁজলে আপনাকে রেজিস্ট্রার কোম্পানি ডাটা দিতে পারে! কিন্তু এসব ডোমেইন সাসপেন্ড হওয়ার ভেরি মাচ পসিবিলিটি থাকে!
সো দেশি – বিদেশি যে ৫ টা কোম্পানির নাম বললাম, গো ফর দেম! বিদেশি আরও অনেক ভালো কোম্পানি আছে, কিন্তু আমি এখানে বেস্ট প্রাইসে বেস্ট কোম্পানি দুইটার নাম নিয়েছি!
শেষ কথা
যাই হোক, লেখাটা শেষ করব, রিনিউ প্রাইস কেন দেখে নিতে বলেছি সেটা ব্যাখ্যা করে! টিএলডি লিস্টে গেলে দেখবেন, চিপেস্ট রেজিস্টার প্রাইস আর চিপেস্ট রিনিউ প্রাইস একই সাইটের আছে মাত্র কয়েকটা এক্সটেনশনের ক্ষেত্রে! [সেগুলাও স্যাভের! প্রথম পেজে ডট কম, ডট কো, ডট এক্সওয়াইজেড, আর ডট আইও] তো এই ৪ টা এক্সটেনশন আপনি স্যাভ থেকে কিনলে লাভবান হবে, কারণ এগুলার রিনিউ প্রাইসও সবচেয়ে চিপেস্ট স্যাভে! কিন্তু কিছু কিছু এক্সটেনশন দেখবেন এরকম না, রেজিস্টার প্রাইস কম এক কোম্পানিতে, অন্য কোম্পানিতে রিনিউ প্রাইস কম! এরকম ডোমেইন কেনার আগে আপনাকে ক্যালকুলেশন করতে হবে!
কারণ, সাপোস একটা এক্সটেনশের ডোমেইন রেজিস্টার প্রাইস স্যাভে ১ ডলার! স্যাভে সেটার রিনিউ প্রাইস ১০ ডলার! এখন ২ বছরে আপনার ডোমেইনটা পেছনে খরচ হবে ১১ ডলার [স্যাভে]! কিন্তু সেম এক্সটেনশনের ডোমেইন রেজিস্টার প্রাইস পর্কবুনে ৪ ডলার, এবং প্রতি বছর রিনিউ প্রাইস ৫ ডলার করে! তারহলে পর্কবুনে আপনার ২ বছরে খরচ হবে ৯ ডলার! তো, আপনি যদি কয়েক বছরের জন্য প্ল্যান করে ডোমেইন কিনেন, তাহলে স্যাভ থেকে না কিনে, পর্কবুন থেকে কেনাটাই আপনার জন্য ভালো লাভজনক হবে!
তবে আপনি শুধু ১ বছরের টার্গেট করে, বিক্রির উদ্দেশ্যে ডোমেইন কিনলে, টিএলডি লিস্ট সাইট থেকে চিপেস্ট রেজিস্টার প্রাইস দেখে কিনে ফেলতে পারেন!
*****
প্রিয় পাঠক, পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো কিছু না বুঝলে কিংবা আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। এ ধরনের আরও পোস্ট পেতে টেকভার্সে চোখ রাখুন। ধন্যবাদ।