গুগল ক্লাসরুম সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি!

গুগল সার্চ ইঞ্জিন হিসাবে সকলের কাছে পরিরিত হলেও গুগল সার্চ ইঞ্জিন বাদেও গুগলের অনেক পরিষেবা রয়েছে। গুগলের অসংখ্য পরিষেবা গুলোর মধ্যে একটি হচ্ছে গুগল ক্লাসরুম। টেক ভার্স এর আজকের আর্টিকেল টি গুগল ক্লাসরুম নিয়ে। আজকের আর্টিকেলে গুগল ক্লাসরুম এর বিস্তারিত খুটিনাটি সম্পর্কে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

গুগল ক্লাসরুম কি?

গুগল ক্লাসরুম জনপ্রিয় টেক জায়েন্ট প্রতিষ্ঠান গুগলের ডেভলোপ করা ফ্রি ওয়েব বেসড লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষক-শিক্ষিকারা ক্লাস নিতে পারবেন, কারিকুলাম তৈরি করতে পারবেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে এসাইনমেন্ট শেয়ার করতে পারবেন কোন ধরণের প্রিন্ট পেপের ছাড়াই।

গুগল ক্লাসরুম কারা ব্যবহার করতে পারবে?

মূলত গুগল ক্লাসরুম ব্যবহার করার জন্য প্রয়োজন শুধুমাত্র একটি জিমেইল একাউন্ট। জিমেইল একাউন্ট থাকলে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা থেকে শুরু করে অভিভাবক সহ সকল শ্রেণি পেশার মানুষ গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারবেন। ইনফ্যাক্ট লক ডাউনে অন লাইন ক্লাসের ক্ষেত্রে গুগল ক্লাসরুম ব্যপক ব্যবহার রয়েছে।

গুগল ক্লাসরুম এর ফিচার সমূহ কি কি?

গুগল ক্লাসরুম এর অসংখ্য ফিচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার সম্পর্কে নিচা আলোচনা করা হলো।

এসাইনমেন্ট: শিক্ষক-শিক্ষিকারা ইউটিউব ভিডিও, গুগল সার্ভে বা পিডিএফ ব্যবহার করে এসাইনমেন্ট তৈরি করতে পারবেন। এসাইনমেন্ট সমূহ পার্টিকুলার কিছু ছাত্র-ছাত্রী বা সকলকেই দেওয়া যাবে। এছাড়াও শিডিউল এর মাধ্যমে এসাইনমেন্ট দেওয়া যাবে।
ভার্চুয়াল আলোচনা: শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের কে নানা ধরণের প্রশ্ন করতে পারবেন এবং পড়াশুনা সহ যে কোন বিষয়ে আলোচনা করতে পারবেন। এছাড়াও ছাত্র-ছাত্রীরা তাদের ফিডব্যাক শিক্ষক-শিক্ষিকাদের জানাতে পারবেন।
এনাউন্সমেন্ট: শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে যে কোন ধরণের এনাউন্সমেন্ট করতে পারবেন। এছাড়াও শিক্ষক-শিক্ষিকারা এনাউন্সমেন্ট শিডিউল, কন্ট্রোল সহ কমেন্ট ও কমেন্ট এর রিপলে করতে পারবেন।
লাইভ ক্লাস: গুগল ক্লাসরুম এর সর্বাধিক বেশি ব্যবহৃত ফিচার টি হচ্ছে লাইভ ক্লাস। হ্যাং আউট কলের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা ২৫০ জন শিক্ষার্থী এবং লাইভ স্ট্রিমে ১ লক্ষ শিক্ষার্থী এর সাথে কানেক্ট হতে পয়ারবেন। এছাড়াও মিটিং বা ক্লাস রেকোর্ড করে রাখা যাবে, যার ফলে অনুপস্থিত শিক্ষার্থীরা পরবর্তীতে ভিডিও দেখে ক্লাস টা করতে পারবেন।

গুগল ক্লাসরুম এর সেটআপ কিভাবে করবো?

জিমেইল একাউন্ট লগিন থাকলে আপনি খুব সহজেই গুগল ক্লাসরুম সেটআপ করতে পারবেন। জিমেইল একাউন্ট লগিন না থাকলে জিমেইল একাউন্ট লগিন করে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • প্রথমে জিমেইল একাউন্টে প্রবেশ করবেন।
  • এবার উপরের ডান দিকে থাকা নয় ডট বা G Suite এপ্লিকেশন এ ক্লিক করে Classroom এ ক্লিক করবেন।
  • এখন গুগল ক্লাসরুম ওয়েবসাইটে প্রবেশ করলে উপরের ডান ডিকে থাকা প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট ক্লাস বা জয়েন ক্লাস এর যে কোন একটা সেলেক্ট করবেন। কিছু কথা, শিক্ষক-শিক্ষিকাদের জন্য ক্রিয়েট ক্লাস এবং শিক্ষার্থীদের জন্য জয়েন ক্লাস।
  • এবার এগ্রিমেন্ট এ টিক মার্ক দিয়ে কন্টিনিঊ এ ক্লিক করবেন।
  • পপ আপ উইন্ডো আসলে ক্লাস নেম, সেকশন, সাবজেক্ট, রুম দিয়ে ক্রিয়েট এ ক্লিক করবেন।

ব্যাস কাজ শেষ, এভাবে আপনারা খুব সহজেই গুগল ক্লাসরুম সেটআপ করতে পারবেন।

গুগল ক্লাসরুম কোন ধরণের ডিভাইসে সাপোর্ট করে?

এন্ড্রোয়েড এবং অ্যাপেল  ওএস এর জন্য রয়েছে গুগল ক্লাসরুম এপ্লিকেশন। গুগল প্লে স্টোর বা অ্যাপেল এপ স্টোর থেকে খুব সহজেই গুগল ক্লাসরুম এপ্লিকেশন টি ডাউনলোড করা যাবে। এছাড়াও গুগল ক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, এবাং সাফারি ব্রাউজার থেকে গুগল ক্লাসরুম এর ওয়েব ভার্সন ব্যবহার করা যাবে।

শিক্ষক-শিক্ষিকারা গুগল ক্লাসরুমে কিভাবে শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর ফিডব্যাক বা গ্রেডিং করবে?

শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর ফিডব্যাক বা গ্রেডিং এর জন্য বেশ কিছু পদ্ধতি রয়েছে গুগল ক্লাসরুমে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

প্রাইভেট কমেন্ট: শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের কোন এসাইনমেন্ট এ ফিডব্যাক দিতে চাইলে ওয়ার্কপেজ থেকে ঐ শিক্ষার্থীর এসাইনমেন্ট এর কমেন্টে ফিডব্যাক দিতে পারবেন।
গুগল ক্লাসরুম গ্রেডিং টুল: এসাইনমেন্ট ওপেন করলে গ্রডবার এক্সেস করা যাবে। শিক্ষক-শিক্ষিকারা ঐ গ্রেড বার থেকে গ্রেডিং করতে পারবেন।
কমেন্ট ব্যাংক: শিক্ষক-শিক্ষিকারা কমেন্ট ব্যাংক তৈরি করতে পারবেন এবং সেটা সেভ ও করে রাখতে পারবেন। এছাড়াও কমেন্ট ব্যাংক এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কোন এসাইনমেন্ট এ ফিডব্যাক দিতে চাইলে তা ও দিতে পারবেন।

শেষকথা,

গুগল ক্লাসরুম এর ইউজার ফ্রেন্ডলি ফিচার এর জন্য গুগল ক্লাসরুম হতে পারে পরবর্তীতে সর্বাধিক ব্যবহৃত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আশাকরি গুগল ক্লাসরুম নিয়ে লেখা আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top