ফেসবুক অ্যাড বিষয়ক টিপস!

নতুন যারা ফেসবুকে মার্কেটিং শুরু করতে চায়, তাদের মধ্যে অনেকেই সাকসেসফুল হতে পারে না! অনেকেই নানান ধরনের সমস্যার মুখোমুখি হয়! তাদের সবার কথা মাথায় রেখেই, আমাদের আজকের এই ফেসবুক অ্যাড বিষয়ক পোস্ট! এই পোস্টে আমরা ফেসবুক অ্যাড বিষয়ক বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছি, যেগুলো আপনাদের ফেসবুক মার্কেটিং এ খুবই সাহায্য করবে! তো, চলুন শুরু করা যাক।

ফেসবুক অ্যাড বিষয়ক টিপস

কারও থেকে শুনলাম, ফেসবুকে বুস্ট করে প্রচুর লাভ! ব্যস, শুনেই নিজের কার্ডে ডলার ঢুকিয়ে ধুম করে অ্যাড চালু করে দিলাম! অথবা পরিচিত যাদের কার্ড আছে, তাদের ধরে টাকা দিয়ে অ্যাড দেওয়ালাম! তারপর হাসের মতো চোখ করে তাকিয়ে থাকলাম পেজের দিকে! ২ ডলারে আমার পেজে হাজার হাজার লাইক চলে আসবে!

আদতে আসলো না! আসলো মাত্র ২০০টা লাইক! ব্যাপক হতাশ হয়ে ফেসবুককে গালি দিতে শুরু করলাম চোর বাটপার টাউট ডেকে!

ভাই থামেন। ফেসবুক অ্যাডস এরকম ছেলেখেলার জিনিস না! মার্কেটপ্লেসে একজন ফেসবুক অ্যাড এক্সপার্টের স্যালারি ১০০০-২০০০ ডলার মান্থলি! শুধু কার্ড আর ডলার থাকলেই ফেসবুক অ্যাড কখনো আপনার পক্ষে কাজ করবে না! প্রপার রিসার্চ, টার্গেটিং, অপটিমাইজেশন এসব ছাড়া ফেসবুক অ্যাড থেকে আপনি এক পয়সারও বেনেফিট পাবেন না!

কারণ ফেসবুকে প্রতিদিন ১.৫ বিলিয়ন ইউজার আসে ঠিক, কিন্তু সবাই আপনার টার্গেটেট অডিয়েন্স না! ফেসবুককে প্রপারলি ইউজ করার জন্য আপনাকে আগে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে হবে রিসার্চ করে। কারণ- ধরুন আপনার একটা জুয়েলারি শপ আছে। তো বাংলাদেশের সকল ফেসবুক ইউজার কিন্তু গোল্ডের জুয়েলারি কিনবে না! কিনবে শুধু ধনীরা। এখন আপনি যদি স্পেসেফিক অডিয়েন্সের কাছে অ্যাড প্রোমোট না করে গণহারে সবার কাছে প্রোমোট করেন, অ্যাডটা মাঠেই মারা যাবে! আপনার ডলার কাটতেই থাকবে, সেল আসবে ঘোড়ার আন্ডা!

প্রপার ফেসবুক অ্যাড রান করার টিপস

ফেসবুকে অ্যাড দেওয়ার আগে আপনাকে আপনার বিজনেজ কী, সেটার টার্গেটেড কাস্টমার কারা, এগুলো দেখতে হবে! এরপর আসে অ্যাড ক্রিয়েটিভ (যে কন্টেন্টটা আপনি প্রোমোট করবেন- এটা টেক্সট, ইমেইজ অথবা ভিডিয়ো হতে পারে!), অ্যাড অবজেক্টিভ (আপনি কোন টাইপের রেজাল্ট আশা করেন অ্যাড থেকে) , লোকেশন, অ্যাড প্লেসমেন্ট (অ্যাড গুলো কোথায় কোথায় শো হবে সেটা!) , বাজেট কত, ফানেল তৈরি; এসব ব্যাপার!

ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার বিজনেস গ্রোথ দেখতে চাইলে হয় আপনাকে ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে উঠতে হবে, নাহয় একজন এক্সপার্ট হায়ার করতে হবে! আর যারা ডিজিটাল মার্কেটার হতে চান, তাদের তো অ্যাড এক্সপার্ট হওয়ার বিকল্পই নেই!

ফেসবুক অ্যাড এক্সপার্ট কীভাবে হবেন?

তো এবার প্রশ্ন হলো ফেসবুক অ্যাড এক্সপার্ট হবেন কেমনে? এটার জন্য গুগল ও ইউটিউবে শত শত ব্লগ পোস্ট, কোর্স, ভিডিয়ো টিউটোরিয়াল পেয়ে যাবেন! তবে বেস্ট সলিউশ্যন আছে ফেসবুকের কাছে! ফেসবুক ব্লুপ্রিন্ট নামক ফেসবুকের ই-লার্নিং প্ল্যাটফর্মে ফেসবুক অ্যাড নিয়ে কমপ্লিট কোর্স আছে, তাও একদম ফ্রিতে! [👉 কোর্স এনরোল করতে এখানে ক্লিক করুন!] এখানের কোর্সগুলো মন দিয়ে করলেইন আপনি ফেসবুক অ্যাডের খুঁটিনাটি শিখে যাবেন।

ফেসবুক অ্যাড কি আসলেই কাজ করে?

এবার প্রশ্ন হলো ফেসবুক অ্যাড কি আসলেই কাজ করে? হ্যাঁ, অবশ্যই করে! কিন্তু, ওই যে বললাম ভ্যালুলেস কাজ করলে হবে না, ইউটিলাইজ করতে জানতে হবে! ইন্ডিয়ান এক ডিজিটাল মার্কেটার ২০১৯ সালে শুধু ফেসবুক অ্যাডের মাধ্যমে ৩ মাসে ১.৫ কোটি রূপি প্রফিট করেছিল! [Source: ইউটিউব] সে পারলে, আপনি কেন পারবেন না? সে কোনো দিক থেকে আপনার চেয়ে বেশি নয়, তারও দুইটা হাত-পা, চোখ-কান; একটাই মাথা!

তো, আর দেরি কেন? এখুনি শুরু করে দিন। হ্যাপি মার্কেটিং।

প্রিয় পাঠক, আজকের পোস্ট এই পর্যন্তই। পোস্টটি ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। কোনো কিছু না বুঝলে কিংবা আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন। এ ধরনের আরও পোস্ট পেতে টেকভার্সে চোখ রাখুন।

Share This:

Leave a Reply:

Scroll to Top