আসসালামু আলাইকুম, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। বলতে পারেন বর্তমান সময়ে ৯০ ভাগ যোগাযোগ এর কাজ সম্পন্ন হয় ফেসবুকের মাধ্যমে। ২০০৮ সালে যাত্রা শুরু করা ফেসবুক আর
বর্তমান ভার্সনের ফেসবুকের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। ২০১৪/২০১৫ সালের দিকেও ফেসবুকে ছিলো লাইক রিয়েকশন। বর্তমানে ফেসবুকের রিয়েকশন সংখ্যা ৭ টি। লাইক, লাভ, কেয়ার, স্যাড, হাহা, ওয়াও এবং এংরি। এছাড়াও গ্রেটফুল নামে ফেসবুকের একটি রিয়েকশন ছিলো যা কিছুদিন পর ফেসবুক রিমুভ করে ফেলে।
২০১৬ সালের দিকে ফেসবুকে জনপ্রিয় ছিলো বট লাইক। সবার পোস্টেই ছিলো অসংখ্য লাইক ও রিয়েকশন। বলতে পারেন ঐ সময়ে লাইক, কমেন্টের প্রতি সকলের ই একটা দূর্বলতা রয়েছিলো। সবাই ছুটতো বট লাইকের পিছনে।
কিন্তু বর্তমান সময় এর উল্টো। সাম্প্রতি ফেসবুক রিয়েকশন প্রিফারেন্স নামে নতুন একটি ফিচার ফিচার চালু করেছে যার মাধ্যমে আপনি আপনার নিজের টাইমলাইন বা অন্যদের পোস্ট এর রিয়েকশন হাইড করে রাখতে পারবেন। চলুন তাহলে আপনাদের দেখাই কিভাবে আপনারা খুব সহজেই আপনার রিয়েকশন হাইড করতে পাড়বেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
প্রথমে ফেসবুকে প্রবেশ করে উপরের ডান সাইডে থাকা ত্রিভুজ আইকনে ক্লিক করে সেটিংস & প্রাইভেসি তে ক্লিক করবেন।
এবার উপরের ছবিতে মার্ক করা নিউজ ফিড প্রিফারেন্স এ ক্লিক করবেন।
নিউজ ফিড প্রিফারেন্স এ ক্লিক করার পর পপ আপ উইন্ডো আসলে রিয়েকশন প্রিফারেন্স এ ক্লিক করবেন।
রিয়েকশন প্রিফারেন্স এর ট্যাব ওপেন হলে দুটি অপশন দেখা যাবে। একটি অন্যদের রিয়েকশন হাইড অন্যটি অন্যদের কাছে নিজের রিয়েকশন হাইড। অন্যদের কাছে নিজের রিয়েকশন হাইড করতে চাইলে উপরের ইমেজে মার্ক করা অন ইউওর পোস্ট অপশন টি এনাবল করে দিবেন।
ব্যাস কাজ শেষ, এভাবে আপনারা খুব সহজেই ফেসবুক থেকে রিয়েকশন হাইড করতে পারবেন। আপনারা এই কাজ টি চাইলে আপনার এন্ড্রোয়েড ফোন থেকেও করতে পারবেন। ফেসবুকে প্রবেশ করে সেটিংস এ গিয়ে Restrict Reaction লিখে সার্চ করলেই রিয়েকশন প্রিফারেন্স অপশন টি চলে আসবে।
আশাকরি, ফেসবুক থেকে রিয়েকশন হাইড নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটি আর্টিকেলে, ধন্যবাদ।