বাংলাদেশে বহুল ব্যবহৃত ৫ টি মোবাইল এপ্লিকেশন!

বর্তমান সময়ে প্রায় প্রত্যেকটা পরিবার বা ঘরেঘরে আছে স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহার কে আরও সুন্দর করে তুলেছে স্মার্টফোনের নান ধরনের এপ্লিকেশন।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। টেক ভার্স এর আরও একটি নতুন আর্টিকেলে আপনাদের স্বাগতম। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে বাংলাদেশে বহুল ব্যবহৃত ৫ টি মোবাইল এপ্লিকেশন সম্পর্কে আলোচনা করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

Table Of Contents:

1. Sheba.xyz

Sheba.xyz বাংলাদেশের প্রথম এবং সর্ব বৃহৎ অনলাইন সার্ভিস মার্কেটপ্লসে। এখানে লন্ড্রি, এসি মেকানিক, ফ্রিজ মেকানিক, পেইন্টিং, ইলেক্ট্রিসিটি, ক্লিনিং, ডিজিটাল সিকিউরিটি, লিফট, ওয়ার্কশপ সহ সকল ধরণের সার্ভিস পাওয়া যায়। এই সকল সার্ভিস ব্যবহার করতে শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপেল এপ স্টোর থেকে এপটি ইন্সটল করতে হবে। Sheba.xyz এর সকল সার্ভিসে ২০% ডিসকাউন্ট পেতে প্রমো কোড হিসাবে ব্যবহার করুন “DESHICOUPON”।

2. Uber

২০১৭ সালে ঢাকা সিটির উপর ভিত্তি করে রাইড শেয়ারিং এর জন্য উবার এর যাত্রা শুরু হয়। উবার একটি রাইড শেয়ারিং এপ। সাধারণত, উবার ২ টি ইউজারের মধ্যে কানেক্টেড থাকে। একজন হচ্ছে রাইডার এবং অপরজন হচ্ছে যাত্রী। বর্তমানে ঢাকা শহরে উবার এর জনপ্রিয়তা বেড়েই চলছে।

3. Pathao

কাজের দিক থেকে পাঠাও এবং উবার প্রায় একই। উবারে শুধুমাত্র বাইকের মাধ্যমে রাইড শেয়ার করা হয় কিন্তু পাঠাও তে মোটর বাইকের সাথে কার এর মাধ্যমেও রাইড শেয়ার করা হয়। রাইড শেয়ারিং এর পাশাপাশি পাঠাও তে রয়েছে অনলাইন ফুড এর ব্যবস্থা। পাঠাও এর মাধ্যমে যেকোন রেস্টুরেন্ট থেকে ১ ঘন্টার মাধ্যমে যে কোন ধরণের খাবার ডেলিভারি নেওয়া যাবে।

4. Doctorola

Doctorola আমার মতে স্মার্টফোন এর সবচেয়ে প্রয়োজনীয় এপ্লিকেশন। ডাক্তারের সিরিয়ার নেয়ার সবচেয়ে ভোগান্তির কাজ। অনেক সময় বাড়ি থেকে ৫-৬ কিলোমিটার দূরে গিয়েও সিরিয়াল পাওয়া যায় না। যার ফলে সময় ও বেশ অপচয় হয়। এছাও সিরিয়ালে তো দালালদের রাজত্য থাকছেই। Doctorola এমন একটি এপ্লিকেশন, যে এপ্লিকেশন টি ব্যবহারা করে আপনারা ঘরে বসে কোন ধরণের ভোগান্তি ছাড়া সিরিয়াল নিতে পারবেন।

5. Daraz Online Shopping

Daraz.com.bd বাংলাদেশের সর্বাধিক ব্যবহৃত অনলাইন শপিং প্ল্যাটফর্ম। দারাজে আপনি ইলেক্ট্রনিক্স থেকে শুরু করে ড্রেস সহ সকল ধরণের পণ্য ক্রয় করতে পারবেন। দারাজ অনলাইন শপিং প্ল্যাটফর্ম ইউজারদের কথা চিন্তা করে তাদের মোবাইল এপ্লিকেশনের পাশাপাশি রয়েছে ওয়েবসাইটের মাধ্যমে শপিং এর সিস্টেম। পেমেন্ট মেথড হিসাবে দারাজে থাকছে বিকাশ, নগদ, রকেট সহ ডেবিট ও ক্রেডিট কার্ডে পেমেন্ট এর সুবিধা।

আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সোসাল মিডিয়া বা বন্ধু দের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top