বেস্ট ফ্রি ইউটিউব এসইও টুল!

বর্তমানে ইউটিউবিং সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি পেশা। সফল ইউটিউবারদের দেখে অনেক তরুণই ইউটিউবিং এ আগ্রহী হচ্ছে! তবে দুঃখের বিষয় হলো, ইউটিউবিং করতে এসে অনেকে না জানার ফলে সঠিক উপায়ে কাজ না করায় কাঙ্খিত সাফল্য পায় না! অনেকে শেষমেষ হাল ছেড়ে দিয়ে ইউটিউবিং এর স্বপ্ন বাদ দেয়! তো, ইউটিউবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনার সর্বপ্রথম ভিডিয়ো ইডিটিং জানতে হবে! এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো ভিডিয়ো এসইও! শুধুমাত্র ইউটিউব ভিডিয়ো কীভাবে এসইও করতে হয় সেটা না জানার ফলে, অনেকে কোয়ালিটিফুল কন্টেন্ট বানানো এবং প্রফেশনালি ইডিট করে ভিডিয়ো আপ্লোড দেওয়ার পরও পর্যাপ্ত ভিউ পায় না! ইউটিউবিং এ সাকসেস পেতে চাইলে, আপনার প্রত্যেকটা ভিডিয়োই ভালো মতো অনপেজ ও অফপেজ এসইও করে আপ্লোড করতে হবে! ইউটিউব ভিডিয়োর অফপেজ ও অনপেজ এসইও নিয়ে আমরা পরবর্তীতে আরও পোস্ট দেবো! তবে আজকের পোস্টে আমরা ইউটিউব ভিডিয়ো এসইও করতে আপনাকে সহায়তা করবে এমন দুইটি বেস্ট ফ্রি ইউটিউব এসইও টুল সম্পর্কে জানব। এই টুলগুলোর ব্যবহার জেনে গেলে, আপনি খুব সহজেই ইউটিউব ভিডিয়ো অনপেজ ও অফপেজ এসইও করতে পারবেন! চলুন তাহলে শুরু করা যাক।

বেস্ট ফ্রি ইউটিউব এসইও টুল

টিউববাডি

অ্যাভারেজ রেটিং: ৪.৬ / ৫
রেটিং দিয়েছেন: ৭৮৭৯ জন
মোট ইউজার: ৪ মিলিয়ন+

এখনো পর্যন্ত ইউটিউবের অত্যাধিক জনপ্রিয় এসইও টুল হলো টিউববাডি! এটার ফ্রি ও পেইড উভয় ভার্সনই রয়েছে! তবে আপনি ফ্রি ভার্সন দিয়েই আরামসে কাজ করে নিতে পারবেন! গুগল ক্রোম স্টোরে হায়েস্ট রেটিং পাওয়া এই এক্সটেনশনটির ইউজার সংখ্যা ৪ মিলিয়নেরও বেশি! ভিডিয়ো বানানোর আগে বেস্ট কীওয়ার্ড পিক করার জন্য, কীওয়ার্ড রিসার্চ করতে আপনি টিউববাডি ইউজ করতে পারবেন! এ ছাড়া কম্পিটিটরের চ্যানেল ও ভিডিয়ো অ্যানালাইসিসও করতে পারবেন এই টুলের সাহায্যে! এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভিডিয়ো আপ্লোড করার সময় প্রপার অনপেজ এসইও করে আপ্লোড করার কাজটাও অনায়াসে করতে পারবেন টিউববাডির সাহায্য নিয়ে! আরেকটা বিষয়, এটা ইউটিউব সার্টিফাইড টুল, তাই আপনাদের চ্যানেলের প্রয়োজনীয় ডাটার এক্সেস টিউববাডিকে দিতে টেনশনের প্রয়োজন নেই!

ভিডআইকিউ

অ্যাভারেজ রেটিং: ৪.৫ / ৫
রেটিং দিয়েছেন: ৯০৬১ জন
মোট ইউজার: ৫ মিলিয়ন+

রেটিং এর দিক থেকে সামান্য পিছিয়ে থাকলেও, আমার ব্যক্তিগতভাবে ইউটিউব এসইওর জন্য ফার্স্ট চয়েজ হলো ভিডআইকিউ টুল! ভিডআইকিউর সব কাজ বা ফিচার টিউববাডির মতো হলেও, ভিডআইকিউ কিছু কিছু কাজে বেশ এগিয়ে! এজন্য এদের ইউজার ও রেটিং সংখ্যাও বেশি! আরেকটা ব্যাপার, টিউববাডি কীওয়ার্ড পজিশন মাঝে মাঝে ভুল দেখায়, এক্ষেত্রে ভিডআইকিউ অনেকটাই অ্যাকুরেট! বাকি কাজ, যেমন- কীওয়ার্ড রিসার্চ, অনপেজ এসইও অপটিমাইজেশন, কম্পিটিটর অ্যানালাইসিস; সবই বেশ ভালো! আর টিউববাডির মতো এটাও ইউটিউব সার্টিফাইড টুল! আপনি ভিডআইকিউর ফ্রি ভার্সন দিয়েই বেশ ভালো ভাবে কাজ চালিয়ে যেতে পারবেন।

শেষ কথা

আমি গত ৪ বছর ধরে ইউটিউবিং করে যাচ্ছি। বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমি টিউববাডি ও ভিডআইকিউ দুটোই একত্রে ইউজ করি! আপনারা চাইলে আমার মতো দুটোই ইউজ করতে পারেন! আর যদি শুধু একটা ইউজ করবেন বলে ঠিক করেন, তাহলে আমার সাজেশন থাকবে ভিডআইকিউ ইউজ করার! আর বাংলা চ্যানেলের জন্য প্রিমিয়াম ভার্সন কিনে খরচে কুলাতে পারবেন না! ফ্রি ভার্সন ইউজ করাই এনাফ!


তো, প্রিয় পাঠক, এই ছিল- বেস্ট ফ্রি ইউটিউব এসইও টুল দুইটি সম্পর্কে বিস্তারিত। ইউটিউবিং বিষয়ে আরও প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন! এ ছাড়া এ ধরনের আরও পোস্ট পড়তে চাইলে, টেকভার্সে চোখ রাখুন।

ইউটিউব ভিডিয়ো এসইও শিখতে চাইলে নিচের টিউটোরিয়াল দুটি দেখতে পারেন:

Share This:

Leave a Reply:

Scroll to Top