Google Forms দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ব্লগ এর Contact Us পেজ!

কন্টাক আস পেজ একটা ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন প্লাগিন ব্যবহার করে খুব সহজেই কন্টাক আস পেজ তৈরি করা গেলেও ব্লগার ওয়েবসাইটে কন্টাক আস পেজ তৈরি করা একটু ঝামেলার। অনলাইলে বিভিন্ন সোর্স কোড পাওয়া গেলেও সেগুলা অনেক সময় রেসপন্সিভ হয় না, বা প্রোপারলি কাজ করে না।

টেক ভার্স এর আজকের আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আপনারা Google Forms ব্যবহার করে খুব সহজেই ব্লগের জন্য কন্টাক্ট আস পেজ তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। গুগল ফর্ম এর সাথে আমরা সকলেই পরিচিত। অনলাইনে বিভিন্ন সার্ভে বা এপ্লিকেশন বা কন্টাক ফর্ম এর জন্য গুগল ফর্ম এর বহুল ব্যবহার রয়েছে।

Google Forms দিয়ে ব্লগ এর Contact Us পেজ

খুব সহজেই গুগল ফর্ম ব্যবহার করে কন্টাক আস পেজ তৈরি করতে পারবেন। Google Forms দিয়ে ব্লগ এর Contact Us পেজ তৈরি করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

  • প্রথমে এখানে ক্লিক করে গুগল ফর্ম এ প্রবেশ করবেন।
  • এবার ব্ল্যাংক সেলেক্ট করবেন।
  • এখন Untitled form এর উপর ক্লিক করে সেটা এডিট করে Contact Us লিখবেন।
  • এবার ছয় ডট মেনু তে ক্লিক করে মাল্টিপাল চয়েস কে শর্ট এন্সার করবেন।
  • এখন Untitled Question এ ক্লিক করে Your Name লিখে দিবেন।
  • এবার Required অন করে দিবেন।
  • এভাবে Email, Website, Subject, Message সেকশন গুলো তৈরি করবেন।
  • সব গুলো সেকশন তৈরি হয়ে গেলে সব উপর থেকে সেটিংস এ ক্লিক করবেন।
  • এবার রেসপন্স থেকে লিমিট টু ওয়ান রেসপন্স অন থাকলে সেটা অফ করবেন।
  • এখন সেন্ড এ ক্লিক করে কোড আইকনে ক্লিক করবো।
  • এবার কোড টা কপি করে নিয়ে ব্লগার ড্যাশবোর্ড থেকে নিউ পেজে ক্লিক করবো।
  • ভিতরে প্রবেশ করলে কম্পোজ ভিউ থেকে HTML View এ ক্লিক করবো।
  • এবার কপি করা কোড টি পেস্ট করে পাবলিশ করে দিবো।

ব্যাস কাজ শেষ। কন্টাক আস পেজ তৈরি হয়ে গেসে। এভাবে আপনারা খুব সহজেই ব্লগার ওয়েবসাইটের জন্য কন্টাক আস পেজ তৈরি করতে পারবেন। আশাকরি আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top