ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট চালু করবেন যেভাবে!

ব্লগার জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মধ্যে একটি। অন্যদিকে ফেসবুক জনপ্রিয় সোসাল মিডিয়া প্ল্যাটফর্ম। বর্তমানে ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি বড় মাধ্যমে। ফেসবুকের মাধ্যমেই চলছে অনেক বড় বড় বিজনেস।

নিউজ পোর্টাল ওয়েবসাইটের অধিকাংশ ট্রাফিক আসে ফেসবুকের শেয়ার থেকে। এছাড়াও ইউজার রা বিভিন্ন নিউজ সম্পর্কে তাদের মতামত ফেসবুক কমেন্টের মাধ্যমে শেয়ার করতে চায়। অর্থাৎ, ডিফল্ট কমেন্টে কমেন্ট করার চেয়ে তার ফেসবুক কমেন্টে বেশি সাচ্ছন্দ্য বোধ করে।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে খুব সহজেই ফেসবুক কমেন্ট চালু করা গেলেও ব্লগস্পট বা ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট চালু করা একটু কঠিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেক ভার্স এর আজকের আর্টিকেলে আপনাদের দেখাবো কিভাবে আপনার খুব সহজেই আপনাদের ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট চালু করবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট

ব্লগার ওয়েবসাইটে যেহেতু প্লাগিন ব্যবহার করা যায় না, সেহুতু এইচটিএমল এডিটিং এর মাধ্যমে আমাদের পুরো কাজটা করতে হবে। সঠিক ভাবে করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

আপনি যে ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট চালু করতে চাচ্ছেন, প্রথমে সেই ওয়েবসাইটের ব্লগার ড্যাশবোর্ড এ প্রবেশ করবেন। এবার থিমে ক্লিক করবেন।

থিমে ক্লিক করার পর প্রথমে থিমটা ব্যাকআপ করে নিবেন। কারণ আপনার কাজে ভুল হলে ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। থিম ব্যাকআপ নেয়া হয়ে গেলে এডিট এইচটিএমএল এ ক্লিক করবেন।

এবার এইচটিএমএল ফাইল চালু হয়ে গেলে </body> লিখে সার্চ করবেন। কিছু কথা, সার্চ এর শর্টকার্ট হচ্ছে ctrl+f.

সার্চ এর পার <body/> ট্যাগ খুজে পেলে এর ঠিক উপরে ছবির কোডটি বসিয়ে দিবেন। কিছু কারণে কোডটি সরাসরি কন্টেন্ট এ ব্যবহার করতে পারছি না, তাই কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এবার <b:include data=’post’ name=’post’/> লিখে সার্চ করবেন এবং সার্চ ফলাফল এর সব শেষের <b:include data=’post’ name=’post’/> খুজে বের করবেন।

সব শেষের <b:include data=’post’ name=’post’/> খুজে বের করার পর এর নিচে ছবির কোডটি বসিয়ে সেভ এ ক্লিক করবেন। কিছু কারণে কোডটি সরাসরি কন্টেন্ট এ ব্যবহার করতে পারছি না, তাই কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ, আপনার ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট চালু হয়ে গেছে। আগে থেকে আপনার ডিফল্ট কমেন্ট চালু থাকলে আপনি সেটিং থেকে ডিফল্ট কমেন্ট টি হাইড করতে পারবেন। তা না হলে দুটো কমেন্ট বক্স দেখা যাবে।

আশাকরি ব্লগার ওয়েবসাইটে ফেসবুক কমেন্ট নিয়ে লেখা আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। টেকনোলজি বিষয়ে নিত্যনতুন জানতে বা ব্লগার এর সকল খুটিনাটি বিষয় জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Share This:

Leave a Reply:

Scroll to Top